পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

নড়াইলে জাল ভোট দেওয়ার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা-পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে দুই বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৭ জানুয়ারি) কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি রেজওয়ান শেখ (২৫) খুলনার দিঘলিয়া থানাধীন জুঙ্গুশিয়া গ্রামের বাসিন্দা।

উপপরিদর্শক (এসআই) গাজী নুর নবী জানান, ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজিত বিশ্বাসের নির্দেশে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।