এক বয়োজ্যেষ্ঠ নারীকে রিকশায় তুলে দিচ্ছেন এক পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ১৪৬টি কেন্দ্রে ভোটদান নিশ্চিত করতে কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রায় ২৩ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নজর কেড়েছেন ডিএমপির সদস্যরা।

রোববার (৭ জানুয়ারি) ডিএমপি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর এলাকায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ডিএমপির সদস্যরা। ভোট দেওয়ার সময় কেউ যাতে প্রতিবন্ধকতার মুখে না পড়েন, তা নিশ্চিত করা হয়েছে। রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে ভোট দিতে আসা বয়স্ক ব্যক্তিদের গাড়ি থেকে নামতে ও উঠতে সহায়তা করেছেন ডিএমপির সদস্যরা।

এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন এক পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের এমন মানবিক কাজ নগরবাসীর কাছে বেশ প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।