কুড়িগ্রাম জেলার সব ফুয়েল পাম্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের পক্ষে ‘নো হেলমেট নো ফুয়েল’ ব্যানার স্থাপন করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলার সব ফুয়েলপাম্প মালিক জেলা পুলিশের সঙ্গে একমত পোষণ করে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে কুড়িগ্রাম জেলা পুলিশ থেকে দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের হেলমেট ছাড়া বাইক ব্যবহার না করার অনুরোধ করেছে।

দুর্ঘটনা প্রতিরোধে একই সঙ্গে যেসব জায়গায় প্রাণহানি ঘটছে সেসব জায়গায় প্রাণহানির সংখ্যা ও তারিখ উল্লেখ করে সচেতনতামুলক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সব ফুয়েল পাম্পে আমাদের এই ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।