শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের জন্য পুলিশি সেবা নিশ্চিত করতে ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করেছে সিলেট জেলা পুলিশ।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ডিজিটাল গাইড ম্যাপটিতে রয়েছে সিলেট জেলার সব পূজামণ্ডপের গুগল লোকেশন। রয়েছে জেলা পুলিশের আওতাধীন এলাকার সব থানা ও বিট পুলিশের গুগল লোকেশন। প্রত্যেক থানার সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের গুগল লোকেশনের পাশাপাশি রয়েছে থানার গুরুত্বপূর্ণ বাস, সিএনজি ও রেলস্টেশনের গুগল লোকেশন।

পুলিশ সুপার আরও জানান, সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন এবং সমস্যার সম্মুখীন হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্যই ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিতে এবং পূজামণ্ডপের নিকটতম সিএনজি, বাস ও রেলস্টেশন খুঁজে পেতে সহায়তা করবে এই ডিজিটাল গাইড ম্যাপ।