দামপাড়াভিত্তিক বাস মালিক সমিতি ও কাউন্টার প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠক করে সিএমপি। ছবি: সিএমপি

চট্টগ্রামের দামপাড়াভিত্তিক সব দূরপাল্লার বাস মালিক সমিতি ও কাউন্টার প্রতিনিধির সঙ্গে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নগরীর দামপাড়া পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ এ সমন্বয় সভা করে।

এতে নগরীর যানজট নিরসনে সর্বসম্মতিক্রমে দামপাড়া থেকে দিনের বেলায় দূরপাল্লার বাসের যাত্রীদের ছোট গাড়িতে করে একে খান বা অলংকার মোড়ের স্ব স্ব কাউন্টারে যাত্রী পরিবহনের জন্য নির্দেশনা দেওয়া হয়। নৈশকোচগুলো রাত ৯টার আগে হযরত গরিবউল্লাহ শাহ কাউন্টারগুলোতে প্রবেশ করতে পারবে না মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে মিনি বাসের মাধ্যমে যাত্রী পরিবহনের নির্দেশনা প্রদান করা হয়।

আগামী ২০ মার্চের পর কোনো ধরনের বড় গাড়ি হজরত গরিবউল্লাহ শাহ এলাকায় প্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার, বান্দরবান থেকে ঢাকাগামী বাসগুলো বায়েজিদ লিংক রোড ব্যবহার করবে। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী গাড়িগুলো অক্সিজেন মোড় হয়ে যাতায়াত করবে।

সভায় সিএমপি ট্রাফিকের (উত্তর) উপকমিশনার জয়নুল আবেদীনসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।