যুক্তরাজ্যে দাবদাহে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। প্রচণ্ড তাপমাত্রার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

বিবিসি জানায়, যুক্তরাজ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ জুলাই (সোমবার) দেশটির উষ্ণতম দিন হতে চলেছে। এদিন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইয়র্ক ও ম্যানচেস্টারের আবহাওয়া অফিস লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বড় অংশজুড়ে দাবদাহের কারণে রেড অ্যালার্ট জারি করেছে। গত বছর এই আবহাওয়াকেন্দ্রিক সতর্কতা চালু করার পর এই প্রথম রেড অ্যালার্ট দেওয়া হলো।

এই উচ্চ সতর্কতার মানে হলো চলমান দাবদাহ মানুষ ও অবকাঠামোর ওপর প্রভাব ফেলবে, যার ফলে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হবে। এরই মধ্যে স্কুলগুলো তাড়াতাড়ি বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, ১৮ ও ১৯ জুলাই প্রয়োজন ছাড়া ভ্রমণ করা উচিত নয়। লন্ডন, লিডস ও ইয়র্কে ১৯ জুলাই (মঙ্গলবার) অধিকাংশ গণপরিবহন বন্ধ থাকবে।