কিয়েভে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবনে উদ্ধারকারীদের তৎপরতা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে রয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর উপস্থিতির মধ্যেই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই বিস্ফোরণের বিষয়ে রাশিয়াও কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, জাতিসংঘ মহাসচিবের সফর চলার মধ্যেই বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কিয়েভে রাশিয়া দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

কর্মকর্তারা জানিয়েছেন, রকেট দুটির বিস্ফোরণে কিয়েভের শেভচেঙ্কো এলাকা কেঁপে ওঠে। একটি রকেট ২৫ তলা একটি আবাসিক ভবনের নিচের তলাগুলোতে আঘাত হেনেছে, এতে অন্তত ১০ জন আহত হয়েছে।