ইউরোপে ফ্রান্সের পাশাপাশি স্পেন, ক্রোয়েশিয়া ও গ্রিসে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে ফ্রান্স।

বিবিসি জানায়, ফ্রান্সের জনপ্রিয় পর্যটন গন্তব্য জিয়দ কর্তৃপক্ষ ক্যাম্প এলাকা থেকে নিরাপত্তাকর্মীদের সরিয়ে নিয়েছে। এর আগেই জিয়দ ছাড়েন পর্যটকেরা। আগুন ছড়িয়েছে তেস্তে-দি-বুচ, লন্দিরাস অঞ্চলেও।

দাবানলে স্পেনের দক্ষিণের পার্বত্যাঞ্চল মিজাস ছেড়ে গেছেন তিন হাজার দুই শর বেশি মানুষ। পর্তুগালে আপাতত নিয়ন্ত্রণে রয়েছে দাবানল। তবে দেশটির সরকার জানিয়েছে, অতিরিক্ত উত্তাপে গত সপ্তাহে ৬৫৯ জনের মৃত্যু হয়েছে।

স্পেনের ক্যাসিয়া ওয়াই লিওন, গ্যালিসিয়া ও এক্সত্রেমাদুরা প্রদেশে ছড়িয়ে পড়েছে আগুন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পূর্বে গ্রিসের দ্বীপ ক্রিট থেকে শুরু করে পশ্চিমে মরক্কো পর্যন্ত আগুন নির্বাপণে হাজার হাজার ফায়ার ফাইটারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পানি বর্ষণকারী বিমান। গত মঙ্গলবার থেকে তীব্র দাবদাহে পুড়ছে এই অঞ্চল।