জর্ডানের একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন। জর্ডানের রাজধানী আম্মানে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুর্ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভবনের ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

নিরাপত্তা মুখপাত্র আমের আল-সারতাউয়ি এক বিবৃতিতে বলেন, শহরের জাবাল আল-ওয়েইবদেহ জেলায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন এবং আহত ১৪ জন। তিনি এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক নিরাপত্তা কমান্ড এবং জেন্ডারমেরির (মিলিটারি পুলিশিং বাহিনী) সদস্যরা উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সঠিক পরিসংখ্যান না দিয়ে সিভিল ডিফেন্স সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ‘ধসে পড়া ভবনের নিচে অনেক লোক আটকা পড়ে আছে।’

জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও তথ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছেন। সরকারি মুখপাত্র ফয়সাল আল-শাবুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সরকার আম্মানের মেয়র ও অন্য কর্মকর্তাদের খাসাওনেহতে ভবন ধসের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।