সিএমপির অভিযানে তিনজন গ্রেপ্তার হন, যাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ছবি: সিএমপি

দস্যুতার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার কাপড়ের গলির ছিরিকোট বিল্ডিংয়ের সামনে কাঁচামাল বিক্রির জন্য সোমবার ভোররাত ৪টার দিকে পৌঁছান সবুজ নামের এক ব্যক্তি। ওই সময় সিএনজিচালিত অটোরিকশায় এসে চার ছিনতাইকারী ছোরার ভয় দেখিয়ে সবুজের কাছ থেকে ৮ হাজার ৯২০ টাকা ও একটি মোবাইল সেটি ছিনিয়ে নেয়।

ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন সবুজ। এর পরপরই অভিযানে নামে পুলিশ।

অভিযানের ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে অটোরিকশা, টিপ ছোরা, লুণ্ঠিত ৫ হাজার টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. সালমান (২৮), রাশেদুল ইসলাম (২৬) ও ছলিম উদ্দিন (৪০)। তাঁদের নামে কোতোয়ালি ও সদরঘাট থানায় ছিনতাই, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।