চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দামপাড়ায় পুলিশ লাইনস সদর দপ্তরের কনফারেন্স হলে মঙ্গলবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে এ সভা হয়।

তুলনাভিত্তিক অপরাধ পরিসংখ্যানে উপস্থাপিত অ্যালগরিদমের আলোকে সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জানান। তিনি এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশনা দেন।

দায়ের করা মামলা ও অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতেও বলেন কমিশনার।

সভায় জুন ও জুলাই মাসে মাদক ও সাইকোট্রোফিক দ্রব্য উদ্ধার, অপরাধ দমন ও ডিটেকশন, আসামি গ্রেপ্তার ও কার্যকরী মামলা, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মোবাইল উদ্ধার, সাইবার প্যাট্রলিংয়ের মতো কাজের জন্য এসআই ও ইন্সপেক্টর পদমর্যাদার ২২ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।