পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রামের নিঝুম দ্বীপ নৌ ফাঁড়ির পুলিশ অভিযান অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল উদ্ধার করেছে।

নৌ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ আজ মঙ্গলবার মেঘনা নদীতে কবিরার চরের পূর্ব পাশের এলাকায় অভিযান চালান। এ সময় আনুমানিক ৩ লাখ ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার ৩০০ মিটার বেহুন্দি জাল উদ্ধার করা হয়।

উদ্ধার কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা ও বেহুন্দি জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা ।

এ ছাড়া নৌপুলিশের টিম ২টি ঝোপ ও ১৫৫টি বাঁশ উদ্ধার করেছে যার আনুমানিক মূল্য ৩১ হাজার টাকা।

উদ্ধার করা সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাঁশও ধ্বংস করা হয়।