বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : বাংলাদেশ প্রতিদিন

২-০ ব্যবধানে এগিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশন নিয়ে আজ রোববার (৫ সেপ্টেম্বর) মাঠে নামবে মাহমুদুল্লাহর দল।

বাংলাদেশ সময় বিকেল চারটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে। খবর বাংলাদেশ প্রতিদিনের।

স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের সাফল্যের পেছনে কাজ করছে আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স। সফল হওয়ার কারণ মনে হচ্ছে, আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ফিল্ডার্স বলেন—সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং টিম হিসেবে খেলতেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’

তবে আজকে নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলবে না। দুই ম্যাচ পরাজয়ের পর নিজেদের অবস্থান পরিবর্তনে সর্বাত্মক চেষ্টা করবে দলটি। তার জন্য প্রস্তুত থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ হতে পারে এমন—
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।