ফলোঅনটা ঠেকাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর পর ১০ রান যোগ করেই অলআউট হয় মুমিনুলের দল। ফলোঅন এড়াতে আরও ১৩ রান দরকার ছিল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭২ রান। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ তখনো ১৪১ রানে পিছিয়ে। ১৬ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ২৭ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন লিটন।

দ্বিতীয় ইনিংসেও বাজে ব্যাটিংয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার, দলপতি মমিনুল ও তিন নম্বরে নামা নাজমুল। প্রথম দুটি উইকেটই পড়েছে দলীয় ১২ রানে। প্রথমে হাসান আলীর বলে বোল্ড হন অভিষিক্ত মাহমুদুল হাসান জয়। তাঁর সংগ্রহ ৬ রান। ২ রান করে শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাদমান ইসলাম। ৭ রান করা মমিনুল হক হাসান আলীর দ্বিতীয় শিকারে পরিণত হন। ৪ রান করে শাহিন আফ্রিদির বলে ফাওয়াদকে ক্যাচ দেন নাজমুল।
এর আগে মঙ্গলবার চতুর্থ দিন ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে আছে বাবররা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সূত্র: কালের কণ্ঠ।