নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্ৰেপ্তার ট্রাকচালক। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এর আগে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছিল পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গ্রেপ্তার মো. মামুন আলী (৫৮) চুয়াডাঙ্গা জেলার সাতগাড়ী গ্রামের নতুনপাড়ার জবেদ আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার দুপুরে সোনাপুর এলাকায় ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র অজয় মজুমদার (২২) নিহত হন।

ওসি জানান, এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মামুন আলীকে বুধবার আদালতে হাজির করা হবে।