পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: বাংলাদেশ পুলিশ

প্রেসিডেন্ট’স কাপ টেনিস টুর্নামেন্টে ঢাকা ক্লাবকে পরাজিত করে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ঢাকা ক্লাব টেনিস কমপ্লেক্সে ৪ মার্চ (শনিবার) সন্ধ্যায় এ টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইডি প্রধান ও বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল) ও অন্য অতিথিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: বাংলাদেশ পুলিশ

টুর্নামেন্টটি গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়। ঢাকা ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে ১৪টি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডাবলসে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের অতিরিক্ত ডিআইজি মো. সরোয়ার (এসবি) ও পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম (অব.) জুটি ২-০ সেটে ঢাকা ক্লাবের জাইন ওমর ও তানভীর হাবিব রহমান জুটিকে এবং সিঙ্গেলসে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের মো. শরিফুল আলম (এডিসি ডিএমপি) ২-১ সেটে ঢাকা ক্লাবের আবু সাইদ মোহাম্মদ হায়দারকে পরাজিত করেন।
বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের পক্ষে দলকে সার্বিক নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম।