রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় একটি তিনতলা বাণিজ্যিক ভবনে দেয়াল ধসে ৩ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন। খবর ইনডিপেনডেন্ট অনলাইনের।

আহতদের মধ্যে ৩৭ জনকে নেওয়া হয়েছে পপুলার হাসপাতালে। ৮ জন ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর ৫ জন চিকিৎসা নিচ্ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

পুলিশ জানায়, রোববার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে ওই ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ভবনটির তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে উদ্ধারকাজে রয়েছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছেছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

এ ঘটনায় আহত আটজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫), কামাল(৪০) ও একজন অজ্ঞাতনামা পুরুষ রয়েছেন।

এ ছাড়া বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। তাঁরা হলেন আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা আক্তার (২৫), জহুর আলী (৫২) ও হাফিজুর রহমান (৪৫)।