জন্মবার্ষিকীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান ডি আর কঙ্গোতে থাকা বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডি আর কঙ্গো) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)।

জন্মবার্ষিকীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান ডি আর কঙ্গোতে থাকা বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

বিএএনএফপিইউ-১-এর রোটেশন-১৫ কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে উদযাপন হয় মহান স্বাধীনতার স্থপতির ১০২তম জন্মবার্ষিকী।
দিবসটি উপলক্ষে রোটেশন-১৫ ক্যাম্পে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁকে পরম শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন রোটেশন-১৫-এর বিভিন্ন পদমর্যাদার কমান্ডিং স্টাফ ও পুলিশ সদস্যরা।

কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করেন ডি আর কঙ্গোতে থাকা বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পে আলোকসজ্জা, কেক কাটা ও ১৮০ জন পুলিশ সদস্যের মধ্যে কেক বিতরণ করা হয়।