জব্দ করা ফেনসিডিল। ছবি : ডিএমপি

রাজধানীর রমনা থানা এলাকায় ১৩৫ বোতল ফেনসিডিল, ৩ বোতল বিদেশি মদসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (৫ নভেম্বর) রমনা থানাধীন ফরচুন মার্কেটের সামনে থেকে আসামি মনতাজুর রহমান স্বাধীন, মাহফুজুর রহমান হালিম, মো. আজিজুর রহমান, জান্নাত খান ও পারভেজ খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেনসিডিল, মদসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।