বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার লিটন (মাঝে)

বগুড়া শহরের দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারীকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন শহরের লতিফপুর কলোনীর মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে। লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরণ, মাদক ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম জানান, গ্রেপ্তার লিটন দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটাপাড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।