উদ্ধার করা প্রাইভেট কার, মোটরসাইকেল ও স্কুটার। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল ও একটি স্কুটার উদ্ধার করা হয়।

শনিবার (১ এপ্রিল) রাতে মগবাজার এলাকা থেকে আসামি মো. ইয়াছিন দেওয়ান ওরফে লিটন খান, মো. মামুন, মো. সুজন শিকদার ও মো. পলাশকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। ঢাকা ও আশপাশের এলাকা থেকে গাড়ি চুরি করে হেফাজতে রাখার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁরা। হাতিরঝিল থানায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।