নবাবগঞ্জে স্বর্ণের বার দিয়ে প্রতারণার অভিযোগে গ্ৰেপ্তার হওয়া দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার নবাবগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ইউনিয়ন এলাকা থেকে দুই নারী প্রতারককে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় এক নারীকে নকল স্বর্ণের বার দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কাগজের চিঠি ও একটি নকল সোনার বার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ষ

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, এই চক্রটি বিভিন্ন স্থানে গিয়ে সহজ সরল নারীদের গিয়ে বলে যে তারা একটি স্বর্ণের টুকরো খুজে পেয়েছে, এটি তারা নামমাত্র মুল্যে বিক্রি করতে চায়। পরে লোকজনকে ফাঁদে ফেলে টাকা নিয়ে নকল বার দিয়ে সটকে পড়ে। তাই নাগরিকদের এ ধরনের প্রতারক ও প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান আশরাফুল আলম।