পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পুলিশ ডিবি পুলিশের পরিচয় টাকা আত্মসাৎকারী তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব হাসান (১৯), আসিফ মিনহাজ ওরফে সবুজ (৩০) ও হাসান মিয়া (১৯)।

জানা গেছে, ২৭ মে সন্ধ্যায় মাদারগঞ্জ থানাধীন নাদাগাড়ী এলাকার বাসিন্দা মাজেদ মন্ডল (৩০) গাবেরগ্রাম বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনে বাড়িতে ফিরছিলেন। পথে বনচিথলিয়া এলাকার জনৈক শফিকুল ইসলামের ধান ভাঙানোর মেশিন ঘর-সংলগ্ন পাকা রাস্তার ওপর ডিবি পরিচয়ে ৭/৮ জন লোক মাজেদকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্য দাঁড় করিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁর সাথে থাকা ৯ হাজার টাকা নিয়ে যায়। আরও টাকার জন্য মাজেদকে মারধর শুরু করে।

ঘটনার বিষয়ে মাদারগঞ্জ থানা-পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়দানকারী ৩ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মাজেদের বাবা সোহরাব আলী মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।