রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ২৬টি চেতনানাশক নকটিন বড়ি জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (৯ এপ্রিল) রাতে শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার মসজিদের পাশ থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আরিফ হোসেন, মো. রুহুল আমিন, মো. সুজন, মো. রফিকুল ইসলাম, মো. সাঈদ সরদার, পারভেজ মিয়া, মো. রাসেল ও মো. ইয়াসিন রাব্বি।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফউল্লাহ, পিপিএম জানান, অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার মসজিদের পাশের ফুটপাতে জুস, পানি, চা, ডাবের পানি ও শরবতসহ বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক বড়ি মিশিয়ে মানুষকে অজ্ঞান করতে প্রস্তুতি নিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।