চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় দম্পতি নিহতের ঘটনায় ট্রাকচালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১০ এপ্রিল) রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। খবর দ্য ডেইলি স্টারের।

আটক ট্রাকচালকের নাম আলী হোসেন। তাঁর বয়স ৪৯ বছর।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার বলেন, গতকাল রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে আলী হোসেনকে আটক করা হয়। তিনি ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেডের ট্রাকচালক।

এর আগে ৬ এপ্রিল লালখান বাজার এলাকায় পিটস্টপ রেস্তোরাঁর সামনে আখতারুজ্জামান ফ্লাইওভার ঢালে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, এ ঘটনায় ইকবাল ও তাঁর ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা নিহত হন। তাঁরা মোটরসাইকেলে করে টাইগারপাসের দিকে যাচ্ছিলেন। পথে ফ্লাইওভারের ঢালে ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেডের একটি সিমেন্ট মিক্সার ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

ওসি আরও বলেন, সেই সময় ট্রাফিক পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক সে সময় পালিয়ে যান।