টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহৃত হবে ডিআরএস। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডিআরএস অন্তর্ভুক্ত হচ্ছে। খবর বাসসের।

আইসিসি জানিয়েছে, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্লেয়িং কন্ডিশন চালু করা হচ্ছে।

প্রতিটি দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি করে রিভিউ পাবে। আগে সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে একটি করে রিভিউ ছিল।

করোনার কারণে গত বছরের জুনে গভর্নিং বডি সিদ্ধান্ত নেয়, মহামারির কারণে স্থানীয় আম্পায়ার থাকায় সব ফরম্যাটের ম্যাচের প্রতিটি ইনিংসে একটি করে বাড়তি ডিআরএস রাখার। এতে সাদা বলের ফরম্যাটের প্রতিটি ইনিংসে রিভিউর সংখ্যা বেড়ে দুটি করা হয়।

টেস্টেও রিভিউ বাড়ানো হয়। টেস্টে এখন তিনটি রিভিউ।

২০১৬ সালে সর্বশেষ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। ওই আসরে ডিআরএস ছিল না।