প্রতীকী ছবি

ইরানের কাছে কী পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি জানান, ইরানের কাছে ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কেজির বেশি ইউরেনিয়াম আছে। খবর বাসসের।

পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, ‘আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি আমাদের হিসাবের চেয়েও বেশি।’

তিনি বলেন, ‘আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পারমাণবিক চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি।’

তিনি বলেন, ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে চুল্লিতে জ্বালানির সংকট দেখা দেবে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে ইরান।

সংস্থাটি বলেছিল, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কেজি। এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কেজি।