ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত পোস্টার-স্লোগান। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্ত পোস্টার এবং স্লোগান প্রকাশ করা হয়েছে। ১১ জুন ঢাকা মেট্রাপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এই পোস্টার-স্লোগান প্রকাশ করা হয়। খবর ডিএমপি নিউজের।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক (বিপিএম-বার, পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোস্টার ও স্লোগান প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ডিএমপি, জাইকা, জেট্রো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন), জেসিআইএডি (জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা) এবং ডিআরএসপি’র যৌথ উদ্যোগে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে চমৎকার ১০টি পোস্টার এবং ১০টি স্লোগানের জন্য এই পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।