গ্রেপ্তার ৬ ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

বারহাট্টা থানাধীন বৃকালিকা গ্রামে একটি ব্রিজের ওপর কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা-পুলিশের একটি চৌকস দল ২৬ জুন দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।

এঁরা হলেন মো. ফারুক হোসেন (৩০), আশরাফুল জামান রাব্বি (২৩), নাজমুল হোসেন ইমন ওরফে বাবু (১৮), মো. ফুল মিয়া (৪০), মো. সুমন মিয়া (৩৮), মো. আহম্মদ আলী (৩৪)।

তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, স্কচ টেপ, নাইলনের দড়ি, নেট এবং ২ হাজার ৭৪০ টাকা উদ্ধার করে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং ডাকাতদের কাছ থেকে তাঁদের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ৬ জন ডাকাত ও উদ্ধার করা মালামাল বারহাট্টা থানা-পুলিশের হেফাজতে আছে।