ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৫ ডাকাত ও উদ্ধার ৩টি চাকু। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর লালবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাঈম, মো. বিপ্লব, মো. বাবু, মো. বিল্লাল হোসেন ও মো. নাহিদ ইসলাম ওরফে আসিফ। এ সময় তাঁদের হেফাজত থেকে ৩টি চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লালবাগের ঢাকেশ্বরী রোড শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন, কতিপয় লোক লালবাগের ঢাকেশ্বরী রোড শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠের পাশে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছেন মর্মে তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাঈম, বিপ্লব, বাবু, বিল্লাল ও আসিফকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।