প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে একটি বাসায় ময়লার বিল নেওয়ার কথা বলে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা-পুলিশ।

রোববার (৯ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামি আজিজুল হক, মো. জিসান, রেজাউল করিম রেজা ও হাসনাইনকে গ্রেপ্তার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম জানান, রোববার সকালে ময়লার বিল নেওয়ার কথা বলে চকবাজারের হাজী রহিম বক্স লেনের একটি বাসায় ঢোকে অজ্ঞাতপরিচয় ৬-৭ জন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি স্বর্ণালংকার, ১ লাখ ৮৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চকবাজার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।

ওসি আরও জানান, তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১ লাখ ৪৮ হাজার টাকা। বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।