ঢাকা মহানগর পুলিশের উদ্ধার করা ১৪০ বোতল ফেনসিডিল। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. লিটন। খবর ডিএমপি নিউজের।

মঙ্গলবার (১৪ জুন) বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার ছনটেক মসজিদ গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, একজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রির জন্য যাত্রাবাড়ী থানার ছনটেক মসজিদ গলির একটি বাসায় অবস্থান করছেন মর্মে তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানায় করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।