রনির কাছে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা রেলওয়ে জেলা পুলিশ কপোতাক্ষ ট্রেনে এক যাত্রীর ফেলে আসা গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।

জানা গেছে, ২৭ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রনি নামের এক ব্যক্তি যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে জানান,খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তাঁর মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেলে এসেছেন। তাৎক্ষণিকভাবে সংবাদটি খুলনা রেলওয়ে জেলা কন্ট্রোলকে অবহিত করা হয়।

কন্ট্রোল সংবাদটি ট্রেনে অবস্থানরত টিজি পার্টিকে জানায়। টিজি পার্টিতে ডিউটিরত এএসআই আবুল কালাম ওই ব্যক্তির গুরুত্বপূর্ণ কাগজটি পেয়েছেন বলে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কপোতাক্ষ ট্রেনটি আবার যশোর আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত রনি নামের ওই ব্যক্তি যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অবস্থান করেন। পরে ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছালে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও টিজি পার্টির সহায়তায় তাঁর গুরুত্বপূর্ণ কাগজপত্রসমূহ তাঁকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়।

কাগজপত্র ফেরত পেয়ে রনি খুলনা রেলওয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।