যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২টি সফল অভিযানে ৭০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে ১ মাদক কারবারিকে।

ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান বেশ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৫টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. জব্বার আলী ওরফে জুব্বারকে (৩৫) ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় এসআই শেখ আবু হাসান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

যশোর ডিবি দ্বিতীয় অভিযান চালায় ২৬ মার্চ দিবাগত রাত ২টা ৪০ মিনিটে।

ডিবির এসআই মো. সোলায়মান আক্কাসসহ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম চৌগাছা থানাধীন টেংগুরপুর মোড়ে চৌগাছা টু মহেশপুরগামী পটাকা রাস্তার পশ্চিম পাশ থেকে অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে যাওয়া একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। জব্দ করা ফেনসিডিলের অনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় এসআই মো. সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।