‘চাকরি নয়, সেবা প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়োগপ্রক্রিয়ায় অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহীদের আবেদন করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। দেশের ৬৪ জেলায় মোট ৪ হাজার পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪০০ জন ও নারী ৬০০ জন।

কোন জেলায় কত নিয়োগ

ঢাকা বিভাগ
ঢাকা জেলায় টিআরসি পদে মোট ৩৩৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৮৪ জন ও নারী ৫০ জন।
গাজীপুরে মোট ৯৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ১৪ জন।
মানিকগঞ্জে মোট ৩৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন।
মুন্সিগঞ্জে মোট ৪০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৬ জন।
নারায়ণগঞ্জে মোট ৮২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৭০ জন ও নারী ১২ জন।
নরসিংদীতে মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ১০ জন।
ফরিদপুরে মোট ৫৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৮ জন।
গোপালগঞ্জে মোট ৩৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন।
মাদারীপুরে মোট ৩৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন।
রাজবাড়ীতে মোট ২৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৪ জন।
শরীয়তপুরে মোট ৩২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ৫ জন।
কিশোরগঞ্জে মোট ৮১ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ১২ জন।
টাঙ্গাইলে মোট ১০০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৮৫ জন ও নারী ১৫ জন।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলায় মোট ১৪২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১২১ জন ও নারী ২১ জন।
জামালপুরে মোট ৬৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ১০ জন।
নেত্রকোনায় মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ৯ জন।
শেরপুরে মোট ৩৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৬ জন।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম জেলায় মোট ২১২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১৮০ জন ও নারী ৩২ জন।
বান্দরবানে মোট ১১ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ২ জন।
কক্সবাজারে মোট ৬৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ১০ জন।
ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৭৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ১২ জন।
চাঁদপুরে মোট ৬৭ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৭ জন ও নারী ১০ জন।
কুমিল্লায় মোট ১৫০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১২৭ জন ও নারী ২৩ জন।
খাগড়াছড়িতে মোট ১৭ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ২ জন।
ফেনীতে মোট ৪০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৬ জন।
লক্ষ্মীপুরে মোট ৪৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৭ জন।
নোয়াখালীতে মোট ৮৬ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৭৩ জন ও নারী ১৩ জন।
রাঙামাটিতে মোট ১৬ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ২ জন।

রাজশাহী বিভাগ
রাজশাহী জেলায় মোট ৭২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬১ জন ও নারী ১১ জন।
জয়পুরহাটে মোট ২৫ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৪ জন।
পাবনায় মোট ৭০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬০ জন ও নারী ১০ জন।
সিরাজগঞ্জে মোট ৮৬ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৭৩ জন ও নারী ১৩ জন।
নওগাঁয় মোট ৭২ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬১ জন ও নারী ১১ জন।
নাটোরে মোট ৪৭ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ৭ জন।
চাঁপাইনবাবগঞ্জে মোট ৪৬ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ৭ জন।
বগুড়ায় মোট ৯৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ১৪ জন।

রংপুর বিভাগ
রংপুর জেলায় মোট ৮০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ১২ জন।
দিনাজপুরে মোট ৮৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৭১ জন ও নারী ১২ জন।
গাইবান্ধায় মোট ৬৬ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৬ জন ও নারী ১০ জন।
কুড়িগ্রামে মোট ৫৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৯ জন ও নারী ৯ জন।
লালমনিরহাটে মোট ৩৫ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন।
নীলফামারীতে মোট ৫১ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৮ জন।
পঞ্চগড়ে মোট ২৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৪ জন।
ঠাকুরগাঁওয়ে মোট ৩৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন।

খুলনা বিভাগ
খুলনা জেলায় মোট ৬৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ৯ জন।
যশোরে মোট ৭৭ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৬৫ জন ও নারী ১২ জন।
ঝিনাইদহে মোট ৪৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৭ জন।
মাগুরায় মোট ২৬ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ৪ জন।
নড়াইলে মোট ২০ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৩ জন।
বাগেরহাটে মোট ৪১ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৬ জন।
সাতক্ষীরায় মোট ৫৫ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৭ জন ও নারী ৮ জন।
চুয়াডাঙ্গায় মোট ৩১ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ৫ জন।
কুষ্টিয়ায় মোট ৫৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৬ জন ও নারী ৮ জন।
মেহেরপুরে মোট ১৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৩ জন।

বরিশাল বিভাগ
বরিশাল জেলায় মোট ৬৪ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ৯ জন।
ভোলায় মোট ৪৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৭ জন।
ঝালকাঠিতে মোট ১৯ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৩ জন।
পিরোজপুরে মোট ৩১ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ৫ জন।
বরগুনায় মোট ২৫ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৪ জন।
পটুয়াখালীতে মোট ৪৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৩৭ জন ও নারী ৬ জন।

সিলেট বিভাগ
সিলেট জেলায় মোট ৯৫ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৮১ জন ও নারী ১৪ জন।
মৌলভীবাজারে মোট ৫৩ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৮ জন।
সুনামগঞ্জে মোট ৬৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ১০ জন।
হবিগঞ্জে মোট ৫৮ জন নিয়োগ দেওয়া হবে, যাঁদের মধ্যে পুরুষ ৪৯ জন ও নারী ৯ জন।

আবেদনের যোগ্যতা
আবেদনের ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে যেসব আগ্রহীর বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে থাকবে, তাঁরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫ বা সমমান) হতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটায় উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটায় বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে শারীরিক ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ৬/৬।

নারী প্রার্থীর ক্ষেত্রে শারীরিক উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটায় উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে শারীরিক ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ৬/৬।

এর আগে, বাংলাদেশ পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদনের ক্ষেত্রে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

কোন জেলায় কবে পরীক্ষা

ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট ও ময়মনসিংহের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়।

নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ ও নেত্রকোনার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৪ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়।

ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল ১০টায়।

কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৪ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল ১০টায়।

মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ২৯ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ৮ এপ্রিল সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২০ এপ্রিল সকাল ১০টায়।

নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ ও জামালপুরের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ৮ এপ্রিল সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২০ এপ্রিল সকাল ১০টায়।

সতর্কবার্তা

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে প্রার্থী বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।