জব্দকৃত জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২০ কেজি জাটকা জব্দ করেছে। এ সময় ১০ আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশি হেফাজতে দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: পুলিশ নিউজ

সোমবার (৩১ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মেঘনা ও এর বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক দাম ৪৮ লাখ টাকা এবং জাটকার দাম ৩৬ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জব্দকৃত জাটকা। ছবি: পুলিশ নিউজ