সেঞ্চুরির পর তামিমের উদযাপন। ছবি : সংগৃহীত

টেস্টে তামিমের সেঞ্চুরিটা অধরা ছিল ২০১৯ সাল থেকে। এরপর বেশ কয়েকবার শতকের কাছাকাছি গিয়েও সেটি ছোঁয়া হয়নি তার। ৭৪ রানে দুইবার, একবার ৯০ ও একবার ৯২ রানে থামতে হয় দেশসেরা এই ওপেনারকে।

অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। তিন বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। খবর কালের কণ্ঠের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের সেঞ্চুরি করেন তিনি।

সেঞ্চুরি করতে ১৬২ বলে শতক তুলে নেন তামিম।

প্রতিবেদনটি লেখার সময় শ্রীলঙ্কার চেয়ে এখনো ২২৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে নয়টি উইকেট। এর আগে, গতকাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।