বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তবে কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্বে কোহলি না থাকায় খুশি ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। খবর বাসসের।

তিনি জানান, সীমিত ওভারের অধিনায়কত্ব চলে যাওয়ায় বিরাটের জন্যই ভালো হয়েছে। এতে আরও ভালো করে নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবে সে।

ওয়ানডে থেকে কোহলির অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় ক্রিকেট বিশেষজ্ঞরা ক্ষুব্ধই হয়েছিলেন।
তবে সীমিত ওভারের ক্রিকেটে কোহলি দায়িত্বে না থাকায় খুশি শাস্ত্রী। দীর্ঘদিন কোহলির সঙ্গে কাজ করা কোচ শাস্ত্রী বলেন, ‘এতে ভালোই হবে। এটা কোহলি ও রোহিতের পক্ষে শাপে বর হয়েছে। কারণ, একজনের পক্ষে তিন ধরনের ক্রিকেটে মন দেওয়া কঠিন ব্যাপার। সে ক্ষেত্রে করোনা সংক্রমণের সুরক্ষাবিধি মেনে তাঁকে পুরো বছরের বেশির ভাগ সময়েই জৈব সুরক্ষাবলয়ে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোহলি লাল বলের ক্রিকেট খেলায় মনোনিবেশ করুক। যত দিন সম্ভব টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়ে যাক। আগামী ৫-৬ বছর কোহলির কাছ থেকে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে আশা করি। টেস্ট দল নিয়ে সাফল্য পাওয়ার ক্ষেত্রে মন দিতে পারবে সে।’