মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদকসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাঁচজন। ছবি: মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জের সিঙ্গাইরে রোববার ও রোববার মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ গ্ৰাম হেরোইন, এক কেজি ১০০ গ্ৰাম গাঁজা, ২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এসব ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জের পরিকল্পনায় ও সহযোগিতায় সিঙ্গাইর থানা-পুলিশ তাঁদের গ্ৰেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গাইর থানার এসআই মো. রফিকুল ইসলাম সোমবার রাত ১০টার দিকে সিঙ্গাইর থানাধীন সুদক্ষিরা দক্ষিণ পাড়া গ্ৰামের আব্বাস মেম্বারের বাড়ির উত্তর পাশের বিন্নাডাঙ্গী টু জামির্ত্তা সংযোগ রাস্তায় অভিযান চালিয়ে মো. শাহিন আলমকে (২২) ২০টি ইয়াবাসহ গ্ৰেপ্তার করে।

এসআই মাহফুজ রানা ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর থানাধীন পূর্ব ভাকুম গ্ৰামের মো. জব্বার মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে জব্বার মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এসআই মো. সুমন মিয়া সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর থানাধীন বকচর গ্ৰামের খলিল মার্কেটের পূর্ব পাশে মো. জাহাঙ্গীর আলমের দোকানের সামনে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে মো. আবুল হোসেনকে (৫০) ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন।

এসআই বখতিয়ার হোসেন সোমবার রাত আটটার দিকে সিঙ্গাইর থানাধীন চর কানাইনগর গ্রামের কালা চান মোল্লার(৩৫) বসতবাড়িতে অভিযান চালিয়ে কালা চানকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্ৰেপ্তার করেন।

এসআই শেখ তারিকুল ইসলাম বেলা সাড়ে তিনটার দিকে সিঙ্গাইর থানাধীন মেদুলিয়া পূর্বপাড়া গ্রামে খোরশেদ আলীর (৪৩) ভাড়া বাসার সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে খোরশেদ আলীকে (৪৩) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এসআই আলমগীর রোববার সিঙ্গাইর থানাধীন উত্তর চারিগ্রাম গ্ৰামের আলনূর শাফী জামে মসজিদের পূর্ব পাশে খোলা জায়গায় অভিযান চালিয়ে হোসেন আলীকে (২৩) ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন।

এসআই মওদুদ কামাল রোববার রাতে সিঙ্গাইর থানাধীন উত্তর চারিগ্রাম গ্রামের আবুল হোসেনের বাড়ির পাশে অভিযান চালিয়ে মো. ওবায়দুরকে (২৪) ৫ গ্রাম হেরোইনসহ গ্ৰেপ্তার করেন।