অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যারন ফিঞ্চ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আড়াই হাজার রানের অভিজাত ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর সংগ্রহ ২ হাজার ৫১০ রান।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রান করে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি। খবর বাসসের।

অস্ট্রেলিয়ার প্রথম এবং বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আড়াই হাজার রানের মাইলফলক অতিক্রম করেন ডান হাতি ফিঞ্চ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০১১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হওয়ার পর এই মাইলফলকে পৌঁছাতে সময় নিয়েছেন ১০ বছর ২৮৯ দিন।

তাঁর আগে এ মাইলফলকে পৌঁছেছেন ভারতের বিরাট কোহলি (৯১ ম্যাচে ৩ হাজার ২১৬ রান) ও রোহিত শর্মা (১১২ ম্যাচে ২ হাজার ৮৬৪ রান), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০৩ ম্যাচে ২ হাজার ৯৫৬ রান) ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৯২ ম্যাচে ২ হাজার ৫৭০ রান)।