তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল পাকিস্তান। বুধবার (৯ নভেম্বর) সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাবর আজমের দল।

এর আগে ২০০৭ ও ২০০৯ সালের আসরে ফাইনাল খেলেছিল পাকিস্তান। ২০০৭ সালে না পারলেও ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয় দলটি।

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান করে কিউরা।

জবাবে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটি গড়েন বাবর-রিজওয়ান। দুজনেই অর্ধশতক করেন। ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বিজয়ী দল আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে খেলবে।