ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

সফরকারী আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানে রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রান বিবেচনায় তৃতীয় বৃহত্তম জয় পেল লিটন দাসের দল।

টেস্ট ইতিহাসে প্রথম দুটি বড় জয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ১৯২৮ সালে ব্রিজবেনে ইংল্যান্ড ৬৭৫ রানে অস্ট্রেলিয়াকে এবং ১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়া ৫৬২ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে।

শনিবার (১৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আফগানিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে আরও ৬১৭ রান দরকার ছিল আফগানদের।

কিন্তু পেসার তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং এবং শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা।

এর আগে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। এরপর এবাদত হোসেনের তাণ্ডবে মাত্র ১৪৬ রানে শেষ হয় আফগানদের প্রথম ইনিংস।

কিন্তু ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আবারও সেঞ্চুরি করেন শান্ত। পাশাপাশি ২৬ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক। ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানে ইনিংস ঘোঘণা করেন লিটন দাস।

স্কোর কার্ড (টস : আফগানিস্তান)
বাংলাদেশ প্রথম ইনিংস ৩৮২/১০, ৮৬ ওভার (শান্ত ১৪৬, মাসুদ ৫/৭৯)
আফগানিস্তান প্রথম ইনিংস ১৪৬/১০, ৩৯ ওভার (জাজাই ৩৬, এবাদত ৪/৪৭)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৪২৫/৪ ডি, ৮০ ওভার (শান্ত ১২৪, মুমিনুল ১২১*, জহির ২/১১২)
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস (১১৫/১০, ৩৩ ওভার (রহমত ৩০, তাসকিন ৪/৩৭)
ফল : বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী
ম্যাচ সেরা : নাজমুল হোসেন শান্ত