টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সিলেট পরিবেশ অধিদপ্তর। ছবি: পুলিশ নিউজ

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকালে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবদুল্লাহ (২২)। তাঁর বাড়ি এয়ারপোর্ট থানার কোনাটিলা এলাকায়।

সকাল পৌনে ৭টার দিকে কোনাটিলা এলাকায় টিলা কাটার খবর পায় পুলিশ। এর ভিত্তিতে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ আরও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সদস্যরা সেখানে আবদুল্লাহকে টিলা কাটতে দেখেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনকে অবহিত করে পুলিশ। ইমরান এসে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবদুল্লাহকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।