পিটিসি টাঙ্গাইলের মাল্টিপারপাস ড্রিল শেডে ৫৩তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ডিসেম্বর-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) টাঙ্গাইলের মাল্টিপারপাস ড্রিল শেডে ৫৩তম মৌলিক প্রশিক্ষণ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ ডিসেম্বর-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৬ মাস মেয়াদি এ প্রশিক্ষণ শুরু হয়।

৫৩তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ডিসেম্বর-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম। এ কোর্সে মোট ৮৮৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
পিটিসি টাঙ্গাইলের মাল্টিপারপাস ড্রিল শেডে ৫৩তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচের প্রশিক্ষণার্থীরা। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া আফরোজ, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) মো. আনোয়ারুল আজমসহ পিটিসি টাঙ্গাইলের সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

৫৩তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ডিসেম্বর-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া আফরোজ। ছবি: বাংলাদেশ পুলিশ