জাপানের টোকিওতে একটি ট্রেনে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ছবি: এপি

বিখ্যাত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘জোকার’-এর নায়কের বেশে জাপানের একটি ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার এ হামলা হয়।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হ্যালোউইন জমায়েতে যোগ দিতে টোকিও সিটির প্রাণকেন্দ্রে যাচ্ছিল অনেকে। সে সময়ে ছুরি নিয়ে এ হামলা হয়।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের প্রতিবেদনে জানানো হয়, কমপক্ষে ১৭ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ বছর বয়সী সন্দেহভাজন যাত্রীদের ছুরিকাঘাত করার আগে তেলসদৃশ একধরনের তরল ঢেলে আগুন জ্বালায়। অনেকে ভেবেছিলেন, হ্যালোউইনের অংশ হিসেবে তিনি সেটা করছেন।

পরে রক্তমাখা ছুরি দিয়ে তিনি একে একে যাত্রীদের আহত করতে থাকেন।

ছুরিকাঘাতকারী যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।