উদ্ধার করা স্বর্ণালংকার। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের ভালুকা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার এবং চোরাই স্বর্ণালংকার উদ্ধার করেছে।

জানা গেছে, ভালুকা থানাধীন বাটাজোর বাজারে হৃদয় সুজয় জুয়েলার্সে ১০ জানুয়ারি বেলা ২টার দিকে অজ্ঞাতনামা চোরেরা অভিনব কায়দায় দোকানের শাটারের সামনে ছাতা ও চাদর ধরে শাটারের একটি অংশ খুলে দোকানে ঢোকে এবং স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ১১ জানুয়ারি ভালুকা মডেল থানায় একটি মামলা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই (নিরস্ত্র) মো. কাজল হোসেনের নেতৃত্বে ভালুকা মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মো. দুলাল মিয়াকে (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ঘটনায় জড়িত অপর এক চোর মো. আমির হোসেন ওরফে মোটা আমিরকে (৩৩) চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি চোরাই স্বর্ণ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।