উদ্ধার করা ভারতীয় ওষুধ ও আটক মো. ফয়জুল করিম ওরফে মিন্টু ও সোহেল মিয়া। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের জৈন্তাপুর মডেল থানার চাঙ্গিল ব্রিজের পশ্চিমপাড় থেকে মো. ফয়জুল করিম ওরফে মিন্টু (৪২) ও সোহেল মিয়া (২৩) নামের দুই ব্যক্তিকে ৬ কার্টন ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে বলা হয়েছে, সকালে চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাড় দিয়ে মিন্টু ও সোহেল মিয়া একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় জৈন্তাপুর মডেল থানার একটি ভ্রাম্যমাণ দল তাঁদের পথরোধ করে। তারা ব্যাগ তল্লাশি করে ছয়টি কার্টনে থাকা অবৈধ ভারতীয় ওষুধ পান। এসব ওষুধের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, এসব ওষুধ ঢাকা নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তাঁরা ভারত থেকে এনেছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান আছে।