ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৬০তম সম্মেলনে কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম। ছবি : বাংলাদেশ পুলিশ

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৬০তম সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশের সাত নারী কর্মকর্তা। সম্মেলনে কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

পাঁচ দিনব্যাপী সম্মেলনটি গত রোববার (১৭ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে শুরু হয়েছে। সম্মেলনটি শেষ হবে আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৬০তম সম্মেলনে বাংলাদেশ পুলিশের সাত নারী কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

সম্মেলনের নাম নির্ধারণ করা হয়েছে দ্য ইন্টারন্যাশনাল উইমেন ইন পুলিশিং কনফারেন্স (আইডব্লিউপিসি ২০২৩)। এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশ (আইএডব্লিউপি) এবং অস্ট্রেলিয়ান কাউন্সিল অব উইমেন অ্যান্ড পুলিশিংয়ের (এসিডব্লিউএপি) সম্মিলিত প্রশিক্ষণ সম্মেলন। নিউজিল্যান্ড পুলিশ (এনজেডপি) এবং এসিডব্লিউএপির সঙ্গে যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে আইএডব্লিউপি।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৬০তম সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের কয়েকজন নারী কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) প্রথম বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন ১৯৫৬ সালে অনুষ্ঠিত হয়। ১৯৬৮ সাল থেকে প্রতিবছর ভিন্ন ভিন্ন দেশে প্রশিক্ষণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। পুলিশ কর্মকর্তাদের কর্মজীবনের লক্ষ্যপূরণ এবং তাঁদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করে এই সম্মেলন।