পুলিশের হেফাজতে গ্রেপ্তার চার জুয়ারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রামের নাগেশ্বরী থানাপুলিশ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ চারজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে।

নাগেশ্বরী থানার একটি চৌকস টিম ২২ মে দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকা থেকে জুয়া খেলার সময় ফুলবাড়ীর উত্তর কাশিপুর কাজীরমোড় গ্রামের মো. ছাইদুর রহমান (৫৪), দুলুয়ারপাড় গ্রামের মো. আবুল কাশেম (৪০), ছিলাখানা গ্রামের মো. আনিছুর রহমান (৩৮), বামধনীরপাড় কইল্যাবাড়ী গ্রামের মো. আ লতিফকে (৫৫) জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১১ হাজার ৫৪০ টাকা ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারিদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।