আম উৎসবে ছাত্রছাত্রীদের মাঝে আম বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল বরিশালের আয়োজনে ‘আম উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা আম উৎসবে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কমান্ডিং অফিসার বলেন, জ্যৈষ্ঠ মাস হলো বাহারি রংবেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মাস। জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমানসম্পন্ন নানা ধরনের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আম উৎসবের আয়োজন।

তিনি আরও বলেন, এ রকম আয়োজন একসঙ্গে বসে আমরা যখন উপভোগ করি, তখন আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। আশা রাখি, এ উৎসব আগামী বছর আমরা বড় পরিসরে আয়োজন করতে পারব।

আম উৎসবে সভাপতি ছিলেন উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।

আম উৎসব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা খানম।

এ ছাড়া আম উৎসবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (বিকিউএম) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, সম্মানিত শিক্ষকমন্ডলী এবং আম উৎসবের মূল আকর্ষণ সুপ্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ।